কেদারনাথে বড় হেলিকপ্টার দুর্ঘটনা, পাইলটের বুদ্ধিতে বাঁচলো পাঁচ জনের প্রাণ

 


উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে রাস্তায় হেলিকপ্টারের জরুরি অবতরণ, গাড়ির সঙ্গে ধাক্কায় আতঙ্ক



রুদ্রপ্রয়াগ: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে একটি ভয়ংকর চাঞ্চল্যকর ঘটেছে, ক্রিস্টাল এভিয়েশন কোম্পানির একটি হেলিকপ্টার, যা চারধাম তীর্থযাত্রীদের নিয়ে সেরসি বড়াসু থেকে কেদারনাথ ধামের উদ্দেশে যাচ্ছিল, তাকে রাস্তায় বাধ্য হয়ে জরুরি অবতরণ করতে হয়। এই সময় হেলিকপ্টারটি রাস্তায় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।


ধারণা করা হচ্ছে আকাশে উড়ার সময় ইঞ্জিনে গড়বড় দেখা যায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে পাইলট দক্ষতার সঙ্গে হেলিকপ্টারটিকে রাস্তায় নামিয়ে আনেন। হেলিকপ্টারে পাঁচজন যাত্রী ছিলেন, পাইলটের উপস্থিত বুদ্ধি ও দক্ষতার কারনে সবাই নিরাপদে আছেন। তবে পাইলট সামান্য আহত হয়েছেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ঠিক সেই সময় গাড়িতে কেউ ছিল না। জানা গেছে, হেলিকপ্টারটি সেরসি বড়াসু হেলিপ্যাড থেকে উড়ার পরপরই রাস্তায় জরুরি অবতরণ করে। পাইলট যদি সে সময় একটু ভুল করে ফেলত তাহলে হারিয়ে যেত পাঁচটি প্রাণ।


ইউসিএডিএ-র সিইও জানিয়েছেন, যাত্রীদের নিয়ে সেরসি থেকে উড়ে যাওয়া ক্রিস্টাল এভিয়েশন প্রাইভেট লিমিটেডের হেলিকপ্টারটি সতর্কতামূলকভাবে হেলিপ্যাডের পরিবর্তে রাস্তায় অবতরণ করেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি ডিজিসিএ-কে জানানো হয়েছে। অন্যান্য শাটল সার্ভিস নির্ধারিত সময় অনুযায়ী স্বাভাবিকভাবে চলছে।


হেলিকপ্টারের সব যাত্রী নিরাপদ

উত্তরাখণ্ডের এডিজি (আইনশৃঙ্খলা) ড. ভি. মুরুগেশন এএনআই-কে জানিয়েছেন, "রুদ্রপ্রয়াগ জেলার গুপ্তকাশীতে একটি বেসরকারি হেলিকপ্টার প্রযুক্তিগত ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। হেলিকপ্টারে থাকা সবাই নিরাপদ।"

Tags